হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে কালভার্টে গর্ত, ঝুঁকিপূর্ণ যান চলাচল

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী) 

শিবপুরে বাড়ৈআলগী এলাকার পুরান্দিয়া-তেলিয়া সড়কের একটি কালভার্টের মাঝখানে গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী ও বিভিন্ন যানবাহন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া থেকে তেলিয়া বাজার যাওয়ার পথে মধ্যবর্তীস্থানে বাড়ৈআলগী এলাকায় কালভার্টের একপাশে পাকা ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ওইস্থানে পাকা ঢালাই না থাকায় ওই স্থানের রডগুলো দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। 

স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস ধরে কালভার্টটির একপাশে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট–বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যে কোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টের গর্তের স্থানটি দ্রুত মেরামতে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। 

উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূইয়া জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিগগিরই কালভার্টটি নির্মাণ করা হবে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, কালভার্টটি দ্রুত পুনঃ নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ কালভার্টটি পারাপারে জনগণকে ধৈর্য ও সচেতন হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি। 

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ