হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

জাহিদুল ইসলাম জুয়েল। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জুয়েল উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত সদস্য ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকাল ৯টার দিকে দাইরেরপাড় ব্রিজ-সংলগ্ন একটি বাগানে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে গুলি ও কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার, রায়পুরা থানার ওসি ও নরসিংদী পিবিআইর সদস্যরা।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

আদিল মাহমুদ আরও বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত