হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় গ্রাহকের জমানো টাকা নিয়ে বন্ধ এনজিও

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় গ্রাহকদের অতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ নিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় এটি ‘প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড’ নামে পরিচিত। তবে কর্তৃপক্ষ বলছে, সাময়িক সমস্যার কারণে তারা এটি বন্ধ রেখেছেন। 

আজ সোমবার দুপুরে উপজেলার হাঁটুভাঙা এলাকায় সমিতির কার্যালয়ে আবুল কালামের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে সমিতির অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। 

এর আগে রোববার বিকেলে রায়পুরা থানায় ওই এনজিও থেকে টাকা না পাওয়ার লিখিত অভিযোগ করেন শরিফ মিয়া নামে এক ভুক্তভোগী। 

ভুক্তভোগী পরিবার ও অভিযোগে জানা যায়, ওই সমিতি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে এককালীনসহ মাসিক টাকা জমা নেন। টাকা ফেরত চাইতে গেলে তা না দিয়ে টাকা চাইলে উল্টো তাকে বিভিন্ন হয়রানিসহ হুমকি দেওয়া হচ্ছে। তাঁর (শরিফ মিয়া) মতো আরও শতাধিক গ্রাহক জমাকৃত টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিচ্ছেন না ওই এনজিও প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম। 

শিবপুর উপজেলার কোন্দারপাড় এলাকার শরীফ মিয়া (৩৫) নামে একজন গ্রাহক রায়পুরা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, ‘আমি এককালীন ১০ হাজার টাকা এবং গত বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিয়েছি ৯ হাজার ৪ শত টাকা। মোট ১৯ হাজার ৪০০ টাকা জমা করি। কয়েক মাস যাবৎ এনজিওর কার্যক্রম বন্ধ। তাদের কাছে টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিতে নানান টালবাহানা করে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করছি। পাশাপাশি সকল গ্রাহকদের টাকা ফেরত চাই।’ 

একই এলাকার ভুক্তভোগী ও পুলিশ সদস্য তানিয়া আক্তার বলেন, ‘আমি পাঁচ হাজারের বেশি টাকা জমা দিয়েছি। আমাদের এলাকায় প্রায় ২০-২৫ জন সদস্য টাকা রেখেছেন। কারও টাকা দিচ্ছেন না। এনজিওটির কর্তৃপক্ষের কাছে টাকা চাইতে গেলে নানা ধরনের টালবাহানা করেন। আমি প্রশাসনকে বলে তাদের বিরুদ্ধে সংস্থাটির রেজিস্ট্রেশন বাতিলসহ তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে লিখিত অভিযোগ করব।’ 

এ বিষয়ে প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আবুল কালাম বলেন, ‘আমাদের কার্যালয় রায়পুরা হাটুভাঙ্গায় অবস্থিত। সাময়িক সমস্যার কারণে কিছুদিন ধরে বন্ধ রেখেছি এবং আগামী জুন মাস থেকে কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।’ 

গ্রাহকের টাকা আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সমস্যা আছি, তাই প্রত্যকের ২-৩ হাজার টাকা করে আটকে রেখেছি। এনজিওটি চালু হলে গ্রাহকেরা আমাদের সঙ্গে কার্যক্রম না চালালে টাকা ফেরত দিয়ে দেব।’ 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালকসহ সকলকে আইনের আওতায় নিয়ে আসব। এ বিষয়ে কাজ করছি।’ 

জেলা সমবায় কর্মকর্তা মো সালমান ইকবাল বলেন, ‘জেলা কিংবা উপজেলা অফিসে অভিযোগ দিতে বলেন। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার