হোম > সারা দেশ > নরসিংদী

ব্রহ্মপুত্রে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পৌর শ্মশানঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে বর্ষণ দাস (১৭) নামে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। আড়াই ঘণ্টা পর নদ থেকে অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মৃত শিক্ষার্থী মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বলাই দাসের বড় ছেলে ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

এলাকাবাসী জানান, মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক বলাই দাসের ছেলে বর্ষণ দাস আজ শনিবার দুপুর ১টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। তিন-চারজন সঙ্গীর সঙ্গে মনোহরদী শ্মশানঘাট-সংলগ্ন স্থানে গোসলের সময় হঠাৎ নদীতে তলিয়ে যায় সে। 

তার সঙ্গীদের চিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি শেষে বেলা সাড়ে ৩টার দিকে ব্রহ্মপুত্রের বুক থেকে স্থানীয় লোকজন তার অচেতন দেহ উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মৃত বর্ষণ দাস এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়। 

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা