হোম > সারা দেশ > নরসিংদী

ব্রহ্মপুত্রে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পৌর শ্মশানঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে বর্ষণ দাস (১৭) নামে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। আড়াই ঘণ্টা পর নদ থেকে অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মৃত শিক্ষার্থী মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বলাই দাসের বড় ছেলে ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

এলাকাবাসী জানান, মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক বলাই দাসের ছেলে বর্ষণ দাস আজ শনিবার দুপুর ১টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। তিন-চারজন সঙ্গীর সঙ্গে মনোহরদী শ্মশানঘাট-সংলগ্ন স্থানে গোসলের সময় হঠাৎ নদীতে তলিয়ে যায় সে। 

তার সঙ্গীদের চিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি শেষে বেলা সাড়ে ৩টার দিকে ব্রহ্মপুত্রের বুক থেকে স্থানীয় লোকজন তার অচেতন দেহ উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মৃত বর্ষণ দাস এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়। 

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার