হোম > সারা দেশ > নরসিংদী

মায়ের মৃত্যুর এক ঘণ্টা পরই মেয়ের মৃত্যু 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এক ঘণ্টার ব্যবধানে মা হাছেনা বানু (৮০) ও মেয়ে নূরুন্নাহার দয়ার (৬০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাছেনা বানু কৃষ্ণপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। নূরুন্নাহার একই উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন হাছেনা বানু। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এদিকে মোবাইল ফোনে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে নূরুন্নাহার দয়া দ্রুত বাবার বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় স্বজনেরা তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহারকে মৃত ঘোষণা করেন। নূরুন্নাহারের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছেন।

নূরুন্নাহারের ভাই মো. বিল্লাল হোসেন বলেন, ‘মা মারা যাওয়ার খবর শুনে বাড়িতে এসেই অজ্ঞান হয়ে পড়েন আমার বোন। পরে তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।’ 

মো. বিল্লাল হোসেন আরও বলেন, মা ও বোনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত