হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের একদিন পর মেঘনায় মিলল কিশোরের মরদেহ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে ইমন মিয়া (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে মাধবদী থানার চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় ইমন। 

নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে। 

ভঙ্গারচর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, গতকাল মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলে নামে। সাঁতার না জানা থাকলে নদীতে নামার জন্য নিষেধ করেন স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। 

এ সময় চলন্ত একটি নৌকার মাঝি তাঁদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে দুজনকে উদ্ধার করেন স্থানীয়রা। এদিকে নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় ইমন মিয়া (১৫)। 

এই পুলিশ সদস্য আরও বলেন, খবর পেয়ে নৌ পুলিশ, মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। গতকাল দিনভর চলা অভিযানে তার খোঁজ মেলেনি। দ্বিতীয় দফায় অভিযানে আজ দুপুরে চর ভাসানিয়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক