হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম (৩০)।

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারে তাঁর একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ২৫ মার্চ রাতে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে তিনি রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই তিনি দোকান চালাতে ভয় পাচ্ছেন।

সাদ্দাম আরও বলেন, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি। তিনি দাবি করেন, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী সরকার বলেন, ‘আমার সঙ্গে চলাফেরা করে এমন এক যুবক মাহিনের সঙ্গে সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকেই মারামারির ঘটনা ঘটে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। চাঁদা দাবির প্রমাণ থাকলে তদন্তে বেরিয়ে আসবে।’

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার