হোম > সারা দেশ > নরসিংদী

আনন্দ করতে তিন বন্ধু এক মোটরসাইকেলে, বাসের চাপায় দুজন নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া সাঁওঘাট এলাকার গোলজার হোসেনের ছেলে শাহিন মিয়া (২৩) এবং শাহআলম মিয়ার ছেলে সানি (২২)। একই এলাকার সায়েম নামের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

নিহতের স্বজনেরা জানান, নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া সাঁওঘাট এলাকা থেকে ৩ বন্ধু শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে কিশোরগঞ্জের ভৈরবে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সায়েমকে উদ্ধার করে প্রথমে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানিয়েছেন, দুর্ঘটনায় দুই জন মরা গেছেন। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রাখা হয়েছে।

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা