হোম > সারা দেশ > নরসিংদী

অস্ত্র-গুলিসহ নরসিংদীতে ৩ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে বিদেশি পিস্তল-গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সদর থানার শীলমান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ শীলমান্দি এলাকার মো. সাব্বির হোসেন (২০), একই এলাকার মো. সোহাগ মিয়া (২৫) ও লোকমান হোসেন (২৪)।

এ ঘটনায় মামলা করার কথা জানালেও তাঁদের বিরুদ্ধে আগের অন্য কোনো মামলার তথ্য জানাতে পারেনি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন সম্পর্কে সহোদর বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দক্ষিণ শীলমান্দি পাকিজা কারখানার সামনে মো. বিল্লাল হোসেনের বাড়ির পূর্ব পাশের কক্ষে লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই কক্ষে অভিযানে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।’

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান