হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

নিহত ব্যবসায়ী শাহীন। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্রেড লাইসেন্স নিতে এসে মাদকাসক্ত এক যুবকের ধারালো দায়ের কোপে নিহত হয়েছেন শাহীন (৩২) নামের এক ব্যবসায়ী। অভিযুক্ত শামীমকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আজ বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে একটি স্যানিটারি সরঞ্জামের দোকান চালাতেন।

অভিযুক্ত শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত ও বিকারগ্রস্ত বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহীন তাঁর ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে যান। সেখানেই অবস্থানরত শামীম হঠাৎ তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শামীমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করবে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত