হোম > সারা দেশ > নরসিংদী

মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রেখে নদী ও পরিবেশ দূষণের দায়ে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী থানার ভগিরথপুর এলাকার এম. এম. কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজকে এই জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় থেকে জানানো হয়, নদী ও পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে মাধবদীতে অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়ার এতে নেতৃত্বে দেন। অভিযানে এম. এম. কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রাখাসহ কেমিকেলের সঠিক ব্যবহারে অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া বলেন, ‘নরসিংদী জেলায় অনেকগুলো ডাইং ও ব্যাটারি কারখানা রয়েছে। এ সব কারখানার তরল বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার