হোম > সারা দেশ > নরসিংদী

মাধবদীতে পরিবেশ দূষণের দায়ে ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রেখে নদী ও পরিবেশ দূষণের দায়ে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী থানার ভগিরথপুর এলাকার এম. এম. কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজকে এই জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় থেকে জানানো হয়, নদী ও পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের উদ্যোগে মাধবদীতে অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়ার এতে নেতৃত্বে দেন। অভিযানে এম. এম. কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সচল না রাখাসহ কেমিকেলের সঠিক ব্যবহারে অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া বলেন, ‘নরসিংদী জেলায় অনেকগুলো ডাইং ও ব্যাটারি কারখানা রয়েছে। এ সব কারখানার তরল বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার