হোম > সারা দেশ > নরসিংদী

বেলাবতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর এক ব্যবসায়ীকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনার ২ মাস ১৩ দিন পর আহত ওই ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা গেছেন। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। 

জানা গেছে, এমদাদ মিয়া বটিবন্দ গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে। তিনি ওয়ার্কশপ দোকানের মালিক। এমদাদ হোসেনের শিশুছেলে ইমন মিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী আমির হোসেনের শিশুসন্তান আরিয়ানের ঝগড়া হয়। এ ঘটনার জেরে আরিয়ানের বড় ভাই এমদাদ হোসেনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় এমদাদ মিয়াকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে এবং পরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে এমদাদ হোসেনের মৃত্যু হয়। 

এ ঘটনায় গত ৯ নভেম্বর বেলাব থানায় এমদাদের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে প্রবাসী আমির হোসেনের ছেলে আরমান, আমির হোসেনের দুই ভাই জামির হোসেন ও আনজু মিয়া এবং তজু মিয়ার ছেলে সোহেল মিয়াকে আসামি করে মামলা করেন। আসামিদের পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছেন। 

নিহতের পরিবারের অভিযোগ, প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। তাই দেড় মাস পর থানায় মামলা করতে হয়েছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রথমে তাঁরা নিজেদের মধ্যে আপসের চেষ্টা করেছিলেন, কিন্তু আপস না হওয়ায় দেড় মাস পর তাঁরা মামলা করেন। 

নিহতের স্ত্রী ও মামলার বাদী পারভীন আক্তার বলেন, ‘আমার স্বামীকে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে মারবে কল্পনাও করিনি। তাঁদের নির্মম মারধরের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। সরকারের কাছে দাবি, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের যেন কঠিন বিচার হয়।’ 

বেলাব থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, যেহেতু এমদাদ হোসেন নামে ওই ব্যক্তি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে মারা গেছেন। ওই হাসপাতাল শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। তাই শেরেবাংলা নগর থানার মাধ্যমে ময়নাতদন্ত করার পর সেই রিপোর্ট পেয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে যৌথ অভিযানে ১৫ লাখ টাকা ও অস্ত্রসহ আটক ৭

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত