হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী জেলা কারাগার শিগগিরই বন্দীদের বসবাসযোগ্য করা হবে: বিভাগীয় কমিশনার 

নরসিংদী প্রতিনিধি

শিগগিরই নরসিংদী জেলা কারাগার সংস্কার করে বন্দীদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ শনিবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।  

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, কারাগারে হামলা-ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সরকারের মাননীয় মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি আজ পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিভাগীয় কমিশনারের কারাগার পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র‍্যাব-১১-এর সিইও লে. কর্নেল তানভীর বাশার, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।   

এর আগে, ১৯ জুলাই বিকেলে নরসিংদীর বেশ কয়েকটি সরকারি স্থাপনার পাশাপাশি জেলা কারাগারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে ৮২৬ কারাবন্দী পালিয়ে যান ও ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় ৮ হাজার গুলি লুট করা হয়। এ ঘটনার পর থেকে কারাগারসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনকে কারাদণ্ড

নরসিংদীতে যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করল দুদক

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদীতে ভূমিকম্প: শিশুদের ভয় কাটেনি এখনো, দেওয়া হচ্ছে কাউন্সেলিং

গুজব-আতঙ্কে নরসিংদীবাসী, রাত কাটছে ঘরের বাইরে

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

বুয়েটের বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নরসিংদীর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে: জেলা প্রশাসক

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ফাটলের মাটির নমুনা সংগ্রহ