হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয়: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী রেলওয়ে স্টেশনে পোশাকের কারণে তরুণীকে হেনস্তার ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয় বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ রোববার দুপুরে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, একবিংশ শতাব্দীতে এসে কোনো স্বাধীন দেশের নারীকে পোশাকের জন্য হেনস্তা হওয়ার বিষয়টি ন্যক্কারজনক এবং লজ্জাজনক। এই ঘটনা আমাদের মৌলবাদী মানসিকতারই ইঙ্গিতই দেয়। 

স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে রেলস্টেশনের মতো জনবহুল একটি স্থানে নারীর পোশাককে কেন্দ্র করে এই ধরনের ঘটনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরনের ঘটনা বাংলার আবহমানকালের জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নারী স্বাধীনভাবে চলাচলের অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। 

বিবৃতিতে আরও বলা হয়, নারীর পোশাক পরিধান ও নারীর স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তা ছাড়া আমরা মনে করি, সমাজের মধ্যে বসবাসকারী নারীবিদ্বেষী ধর্মীয় মৌলবাদ গোষ্ঠীর এই ধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে এখনই প্রতিহত করা দরকার। 

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার