হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জীবনে বহু ঘুঘু দেখেছি, নানকের উদ্দেশে তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশে তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি জীবনে বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে মারেনি। আমার সঙ্গে থাকা কর্মী ইব্রাহিম মারা গেছে। আল্লাহ যেহেতু তখন রহমত করেছে, বাকি সময়েও করবে।’

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। 

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক গত ৯ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের এক অনুষ্ঠানে তৈমূরের উদ্দেশ্যে বলেন, ‘তৈমূর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে।’ তাঁর এই মন্তব্যের জবাবেই এই কথা বলেন তৈমূর আলম খন্দকার। 

তৈমূর বলেন, ‘পুলিশ দিয়ে জোর খাঁটিয়ে নির্বাচন করলে তা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। একটা মেয়র নির্বাচনের জন্য যদি সরকার পুলিশ প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে ভয়ভীতি দেখায়, তাহলে তাতে সরকার প্রধানের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে। এই নির্বাচন নারায়ণগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার ওপর ছেড়ে দেওয়া উচিত। জনগণ যাকে চায় সেই নির্বাচিত হবে।’ 

আইভীর মন্তব্যের বিপরীতে তৈমূর বলেন, ‘আমি কারও কথায় কষ্ট পাই না। আমার দল এখন ঐক্যবদ্ধ। তাঁর মন্তব্যের কারণে নিজের দলেই যে বিশাল ফাটল আছে তা পরিষ্কার জেনেছে এই শহরের জনগণ। তাঁরাই তো নিজেদের লোকজনের সমর্থন পাচ্ছে না। আর আমি সবাইকে নিয়ে মাঠে নেমেছি, কারও নামের সঙ্গে কোন বিশেষণ জুড়ে দেওয়াটা সভ্যতার পরিচয় নয়।’ 

পুলিশ দিয়ে চাপ প্রদানের অভিযোগ করে তৈমূর বলেন, ‘আমাদের নেতা কর্মীদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। সরকারি দলের লোকজনকেও ছাড় দেওয়া হচ্ছে না। ধামগড়ের চেয়ারম্যানে কামালের বাসায় পুলিশ গেছে। তাঁর কেয়ারটেকারকে ধরে নিয়েছে। গত রাতেও আমার অনুসারীদের বাসায় পুলিশ গিয়ে হুমকি দিয়েছে কাজ না করার জন্য। আমরা প্রস্তুত আছি। আরও অনেক নির্যাতন হবে আমাদের ওপর। সেই নির্যাতন প্রতিরোধ করেই আমাদের সামনে আগাতে হবে।’

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫