নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার দিনভর সোনারগাঁ পৌরসভার দুলালপুর, দরপত, ছোট মগবাজারসহ ছয়টি গ্রামের তিন কিলোমিটার আবাসিক এলাকায় প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইব্রাহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মনিরুজ্জামান, প্রকৌশলী মো. আতিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইব্রাহিম বলেন, ‘তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সোনারগাঁয়ে পর্যায়ক্রমে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়ে যাচ্ছি। অবৈধ সংযোগের ফলে বছরে প্রায় ২ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের এই অভিযান চলমান থাকবে।’