হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জ্বালানি তেলের দোকানে ডাকাতির চেষ্টা, পিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জ্বালানি তেলের দোকানে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজনের পিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাঁরা হলেন সোহান (৩০) ও সানী (২৫)।

জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানি তেলের দোকানে ডাকাতদল প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাঁদের ধাওয়া করলে একজন ধরা পড়ে। তাঁকে ক্ষুব্ধ লোকজন পিটুনি দিলে গুরুতর আহত হন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আটক সানী জ্বালানি তেলের দোকানের কর্মচারী। তিনি বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। রাতে ছয়জনের একটি ডাকাত দল দোকানের তালা ভেঙে প্রবেশ করে আমাদের মারধর শুরু করেন। এ সময় আমরা চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পাঁচজন পালিয়ে যেতে পারলেও একজন জনতার হাতে ধরা পরে গণপিটুনির শিকার হন।’

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ডাকাতি নাকি চুরি, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘মারধরে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছি। ঢাকায় নিয়ে তা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট