হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ার পর ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক দম্পতির। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম বাবু (৩৪) ও স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। গুরুতর আহত হয়েছে তাঁদের শিশুসন্তান তাহরিন জাহান ফাহা (৬)। নিহত দম্পতি সোনারগাঁ পৌরসভার পানামনগর এলাকার বাসিন্দা। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সারা দিন শেষে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তাঁরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন মারা যান এবং গুরুতর আহত হয় শিশুটি। ঘটনার পরপরই আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রূপগঞ্জে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬