হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার বান্টি গ্রিন লাইন নিউ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন–আড়াইহাজার থানার কনস্টেবল রমজান, জহিরুল ও রায়হান। অন্যদিকে, এই ঘটনায় সুফিয়ান ও নাজমুল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চুরি ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

পুলিশ সূত্র জানায়, আজ (সোমবার) ভোরে বান্টি এলাকায় ওয়ারেন্ট তামিল ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযানে যায় পুলিশ। অভিযানে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই বিষয়ে জানতে চাইলে আলমগীরের ছোট ভাই জানান, তিনি পাভেল (২৫) নামে একজনের কাছ থেকে ২৫ হাজার টাকায় কিনেছেন। পরে পুলিশ পাভেলকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে এটি চোরাই মোটরসাইকেল। 

তাকে আটক করে ধরে আনার সময় পাভেল ও তার অনুসারীরা ডাকাত বলে চিৎকার করে পুলিশের ওপর আক্রমণ করে। তাদের সঙ্গে স্থানীয়রাও যোগ দেয়। একপর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে আহত হন শরীফ নামে এক ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযুক্ত পাভেল পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের ধরতে অভিযান চালালে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের এক রাউন্ড গুলি ছুড়তে হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল