হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পূর্বাচলে লেকে এবার সেই তরুণীর বন্ধুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মৃত শিক্ষার্থী সুজানা ও কাব্য। ছবি: সংগৃহীত

কলেজছাত্রী সুজানার পর একই স্থান থেকে শাইনুর রশিদ কাব্যর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। লেকের পানিতে ডুবে থাকা মোটরসাইকেলের নিচ থেকে তার লাশ পাওয়া যায়। সুজানার পরিবার জানায় কাব্য তার বন্ধু ছিল।

জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে। সুজানার স্বজনদের কাছ থেকে জানতে পারি কাব্য নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে।’

তিনি আরও জানান, মরদেহ দুটিতে আঘাতের চিহ্ন রয়েছে। কাব্যের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা