হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণ, কারাগারে ২ যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার এ ঘটনায় করা মামলা তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে বন্দরের স্কুল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার যুবকেরা হলেন দেবাশিষ চন্দ্র দাস (২১) ও আল আমিন (২০)। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষযটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী স্কুলছাত্রী (১৩) তার নানার বাড়িতে আসা-যাওয়ার সময় অভিযুক্ত দেবাশিষ চন্দ্র দাস বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। গত ১১ জুলাই সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার নানার বাড়িতে যাওয়ার সময় ওই যুবক তাকে একা পেয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যান। পরে জামাইপাড়া এলাকায় নিয়ে সহযোগী আল আমিনের সহায়তায় ধর্ষণ করেন।’ 

মঙ্গলবার বিষয়টি জানতে পেরে মধ্যরাতে অভিযুক্তদের ধরতে অভিযান চালায় পুলিশ। পরে উভয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আজ দুপুরের দিকে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তার পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট