হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে আহত এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে শনিবার দিবাগত রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

শাহিন একই এলাকার নজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। এই ঘটনায় আহত হয়েছেন আলহাম ও ওয়ালিদ নামে আরও দুজন। 

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন তাঁর ইজিবাইক নিয়ে রাস্তায় চলাচলের সময় কিশোর গ্যাংয়ের লিডার আশরাফুলের (১৮) সঙ্গে ধাক্কা লাগে। এতে আশরাফুল ক্ষুব্ধ হয়ে শাহিনকে চড়থাপ্পড় মারেন। রাতে শাহিন বাড়ি ফিরে তাঁর বন্ধু আলহাম, ওয়ালিদকে নিয়ে আশরাফুলকে ধরতে তাঁর বাড়িতে যান। সেখানে তিনি তাঁর দলবল নিয়ে শাহিনের ওপর হামলা চালান। এ সময় শাহিনের পেটে ছুরিকাঘাত এবং পিটিয়ে আহত করেন আলহাম ও ওয়ালিদকে। 

ঘটনার পরপরেই শাহিনকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান শাহিন।

এ ঘটনায় আহত আলহাম বলেন, ‘আশরাফুল একই এলাকার আলিম মিয়ার ছেলে। সে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করে। এলাকায় মাদক ব্যবসাসহ নানান অপরাধমূলক কাজ করে সে। শাহিনকে কেন মারধর করল, এই বিষয় নিয়ে কথা বলতে যাওয়ার কারণেই আমাদের ওপর হামলা চালিয়েছে।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। আশরাফুলসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।’

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড