হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফের মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে থমথমে চনপাড়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আবারও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় চনপাড়ার ৪ নম্বর সেক্টর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, পুরোনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মাদক ব্যবসায়ী জয়নাল ও শমসের বাহিনীর অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পর থেকেই থেমে থেমে বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জের এক পুলিশ কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, ‘মঙ্গলবার রাত ৯ থেকে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মাদকের স্পট ভাগ-বাঁটোয়ারা নিয়ে এই সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে রূপগঞ্জ থানার একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

চনপাড়া এলাকার অন্তত দুজন বাসিন্দা বলেন, ‘সন্ধ্যা থেকেই এলাকায় উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ করেই পুরোনো সংঘর্ষের জের ধরে নতুন করে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। সঙ্গে সঙ্গেই এলাকাবাসী দোকানপাট বন্ধ করে সরে যান।’

এই বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) তন্ময় মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘গতরাতে উত্তেজনা তৈরি হওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। সারা রাতেই সেখানে পুলিশের টিম কাজ করেছে। আমরা যাওয়ার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।’

এর আগে, গত রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সোমবার সকালে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে ১৩ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে। সেই ঘটনার রেশ না কাটতেই মঙ্গলবার রাতে পুনরায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে চনপাড়ায়।

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার