হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা ও মেঘনায় গোসল করতে নেমে দুজনের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও আড়াইহাজারে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ও আজ শনিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয় আবির (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর। আবির একই গ্রামের উজ্জল হোসেনের ছেলে। সে শম্ভুপুরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘স্কুলের মধ্যাহ্ন বিরতিতে আবির বাড়ি ফেরার পথে মেঘনার একটি শাখা নদী সাঁতার কেটে পার হবে বলে নদীতে নামে। সাঁতার কেটে নদীর মাঝখানে যাওয়ার পর সে তলিয়ে যায়। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে। লাশটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।’ 

এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদলাইল এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (১৭) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। 

নিহত রাকিব সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার খোরশেদ আলমের ছেলে। সে সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। লাশ উদ্ধারের পর অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত