হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ২ পুলিশসহ আহত অনেকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পাচরুখী এলাকায় অবস্থান নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা মহাসড়ক অবরোধ করেন। সড়কের মাঝে টায়ার জ্বালান এবং গাছের গুঁড়ি ফেলে  রাখেন নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার থানার পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয় ৷ পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল ও শটগানের গুলি ফুরিয়ে এলে নেতা-কর্মীরা চড়াও হন পুলিশের ওপর। কুপিয়ে জখম করা হয় পুলিশের দুই কনস্টেবলকে। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে প্রবেশ করে। বিপুলসংখ্যক টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে বিএনপি নেতা-কর্মীদের হটিয়ে দেয়। বেলা সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ডিউটিরত পুলিশের ওপর চড়াও হয়। বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আমাদের দুজন সদস্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত