হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর নিহত, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় নয়ন সিকদার (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ মনে করছে, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। সে স্থানীয় একটি হোসিয়ারির কর্মী ছিল। তাঁর মা নাসিমা বেগম গতকাল শনিবার সন্ধ্যায় ১৫ জনের নামোল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেছেন।

নিহত নয়নের বাবা জালাল সিকদার বলেন, ‘কেন আমার পোলারে মাইরা ফালাইলো জানি না। এলাকায় আমার পোলার বন্ধুবান্ধব হিসেবেই তো ওদের (হামলাকারী) চিনতাম। এখন কী এমন হইল যে আমার পোলারে মাইরা ফেলতে হইব?’

ঘটনার সময় ধারণকৃত সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, একদল কিশোর ধারালো অস্ত্র নিয়ে নয়নের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর তাদের আবারও দৌড়ে সরে পড়তে দেখা যায়। পরে দুই যুবক আহত নয়নকে হাসপাতালে নেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সন্ধ্যায় মামলা করেছেন নিহত কিশোরের মা। আমরা ঘটনার পরপরই ছয়জনকে আটক করি। তাদের নাম এজাহারে আসার পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে গ্রেপ্তারকৃত আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করছি না।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট