দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম শামীম ওসমান। তিনি ১ লাখ ৯৫ হাজার ৮২৭টি ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাপ ফুল মার্কার মুরাদ হোসেন জামাল। তিনি পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট।
আজ রোববার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
এ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। মোট ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৫৬২। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৩৯।