হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি: সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়।

আগামী রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনজন প্রার্থীর তথ্য না পাওয়ায় ১৮৬ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছে সুজন।

সুজন বলছে, নারায়ণগঞ্জে এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি। তবে নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি। প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়। ১২ শতাংশ প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রার্থীরা তাঁদের হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, সেগুলো বিস্তারিত নয় বলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, ‘হলফনামার যে ছক, তা সঠিক নয়। এতে পরিবর্তন আনতে হবে। হলফনামাগুলো অত্যন্ত দুর্বল। অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা।’

বদিউল আলম বলেন, ‘অনেকে করের প্রত্যয়নপত্র দিয়েও পার পেয়ে গেছেন। কিন্তু এটাও গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন হয় এদিকে নজরই দিচ্ছে না, কিংবা দায়সারা গোছের কাজ করছে। মানুষকে তথ্য জানানো তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করলেও তা শাস্তিযোগ্য অপরাধ নয় বলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ‘বোধগম্য নয়’ বলে মত দেন বদিউল আলম মজুমদার।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল