হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টের সামনে এই মিছিল হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকেরা মিছিলটি বের করেন। নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমাদের দাবি উপেক্ষা করে এই সরকার জোর করে নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাইছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘সকালে মহাসড়কে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমরা জানি না। তবে মহাসড়কে মিছিল বের করেছিল শুনেছি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। যেকোনো নাশকতা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬