হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, প্রাণ বাঁচাতে খালে নামিয়ে দেন চালক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল শনিবার রাতে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি খিদরত আলী স্কুলসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর আগুন ধরে যায়। পরে ট্রাকটির পেছনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির একপাশ পুড়ে যায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালে ট্রাক নামিয়ে দেন। তবে খালে খুব সামান্য পানি ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ঝুটবোঝাই একটি ট্রাকে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লাগে, তা কেউ বলতে পারেননি। আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকটির চালককে আহত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝুটের মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা