হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে মধ্যরাতে ফ্ল্যাটে বিস্ফোরণ: নিহত ২, সংকটাপন্ন ২

নারায়ণগঞ্জ ও ঢামেক প্রতিনিধি 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে রান্নার গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। 

বিস্ফোরণে নিহত হয়েছেন একই বাসার কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। চিকিৎসাধীন আছেন নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও চায়না আক্তারের স্বামী সোহান তালুকদার (৪৫)। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সোহানের শরীর শতভাগ ও হাসিনা মমতাজ ৫৫ ভাগ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও চায়না মারা যান। বাকি দুজনের অবস্থা সংকটাপন্ন।’ 

নিপার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন নিপা ওই বাসায় সাবলেট থাকতেন। সেখানে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। আমি ও আমার মা হাসিনা মমতাজ শুক্রবার সন্ধ্যায় বোনের বাসায় বেড়াতে যাই। রাতের খাবার শেষে আমি ফিরলেও আমার মা থেকে যান। রাতে বাসায় ফিরেই শুনি বিস্ফোরণ ঘটেছে।’ 

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘মধ্যরাতে আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ফ্ল্যাট মূলত যৌথভাবে ভাড়া দিয়ে থাকতেন বাসিন্দারা। তাঁরা একই রান্নাঘরে রান্না করতেন। রান্নাঘরটিতে সিলিন্ডার ও তিতাস গ্যাসের সংযোগ আছে। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত রান্না শেষে চুলা বন্ধ না করায় বদ্ধ ঘরে গ্যাস জমে। এরপর বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’ 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের তিনটি কক্ষের আসবাব পুড়ে ও বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কক্ষগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার কাচের টুকরা। তবে ফ্ল্যাটের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঢামেক সূত্রে আমরা জেনেছি, বিস্ফোরণে দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা