প্রাণে মেরে ফেলার হুমকি এবং নিজের বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
আজ শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় এ জিডি করেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলী পুল এলাকার দেলোয়ার হোসেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, শামিমা আক্তার আফরিনের (৩২) সঙ্গে তাঁর ১৩ বছরের বিবাহিত জীবন। পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে রয়েছে। স্বামী-স্ত্রী সুখে শান্তিতেই ছিলেন। কিন্তু গত পাঁচ বছর স্ত্রী নিজের ইচ্ছেমত চলাফেরা করছেন। বিভিন্ন পুরুষের সম্পর্ক রয়েছে তাঁর। বাধা দিলে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন। শারীরিক নির্যাতনও করেন। সাম্প্রতিক সময়ে দেলায়ার হোসেনকে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন স্ত্রী। এমনকি তাঁকে তাঁর নিজের বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেন না স্ত্রী শামিমা। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তিনি।
জিডির তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সোহেল রেজা জানান, দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নির্যাতন ও হুমকির অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।