হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও, ৪ জন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মোবাইল ফোনে প্রেম। এরপর বাসায় ডেকে বিবস্ত্র করে নগ্ন ভিডিও ধারণ। পরে সেটি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। এমনই প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লা ভুইগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় হৃদয় হোসেন (৩২) নামে এক যুবককে প্রতারক চক্রের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী যুবক মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

প্রেপ্তাররা হলেন–মোরশেদ আলম (৩৫), তার স্ত্রী পাপিয়া খাতুন (৩৩), নয়ন আলী (২৯) ও কান্তা মনি (২২)। 

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে প্রেমের ফাঁদ পাতে চক্রের নারী সদস্যরা। একাধিক পুরুষকে বাসায় ডেকে এনে এভাবেই মুক্তিপণ আদায় ও পরবর্তীতে অর্থ হাতিয়ে নিত তারা। অনেকে আত্ম–সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখতেন। হৃদয় হোসেনকে আটকে রাখার পর বিষয়টি পুলিশকে জানালে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের মোবাইল ফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত