হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নির্বাচনে চলাচল করতে লাগবে পরিচয়পত্র

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ ঠেকাতে ১৬ জানুয়ারি সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার। ১৮ বছরের ওপরের সব নাগরিকের প্রতি এই অনুরোধ করেন তিনি। 

আজ শনিবার নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, ‘আমরা আগামীকাল সিটিতে কোনো বহিরাগত প্রবেশ করতে দেব না। প্রতিটি প্রবেশপথে আমাদের মোবাইল টিম ও চেকপোস্ট থাকবে। শহরের ভেতরে যাঁরা বের হবেন, তাঁরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন। আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছি।’ 

জায়েদুল আলম বলেন, ‘যদি কেউ নির্বাচনের আমেজ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের ছাড় আমরা দেব না। কাউকে কোনো ধরনের অরাজকতা করার সুযোগ দেব না। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে। কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।’ 

প্রার্থীদের অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, ‘প্রার্থীরা সবাই আমাদের সহযোগিতা করবেন বলেছেন। কোনো প্রার্থীকে কিংবা নির্বাচনে কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করছি না। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’ 

নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে সব বাহিনীর একটি করে টিম থাকবে বলে জানান তিনি। 

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১