হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম জাকারিয়া (২২)। এ নিয়ে এ ঘটনায় চারজন মারা গেলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাকারিয়া মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, জাকারিয়ার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত জাকারিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে ৫৭ শতাংশ দগ্ধ নিয়ে শরিফুল (২৮) ও ৬০ শতাংশ দগ্ধ সাইফুল (৩০) মারা যান। বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই পাঁচজন কারখানাটির ভেতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে সেই রুমের পাশে গ্যাসলাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা