হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া বাড়ল, বিএনপি-জামায়াতকে দুষছে যাত্রী অধিকার ফোরাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫০ থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। তবে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়া হবে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় পরিবহনমালিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি জানান। তাঁদের ভাড়া বাড়ানোর দাবির পরিপেক্ষিতে সভায় উপস্থিত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ভাড়া বাড়ানোর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে যান তাঁরা।

সভায় সরকারি প্রজ্ঞাপন ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব পর্যালোচনা করা হয়। সরকারি প্রজ্ঞাপন ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া আসে প্রায় ৫৭ টাকার কাছাকাছি। তবে ভাড়া বাড়ানোর বিরোধিতায় থাকা যাত্রী অধিকার ফোরামের নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার নিজেদের দলের লোকজনের চাঁদাবাজিকে বৈধতা দিতে এই আইন প্রণয়ন করেছিল। বাস্তবে ৫০ টাকা ভাড়াতেও বাসমালিকেরা পর্যাপ্ত লাভ করতে পারেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাকে আইনের মধ্যে থাকতে হবে। আইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারব না। সে অনুযায়ী সবার বিষয়টি বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিতে হবে।’

তবে এ ভাড়া বাড়ানোকে প্রত্যাখ্যান করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী। তিনি বলেন, ‘আমরা এই ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছি। বিএনপি-জামায়াত ও প্রেসক্লাবের সভাপতি ভাড়া বাড়ানোর পক্ষে ছিল। ফলে মেজরটির কারণে ভাড়া বাড়ানো হয়েছে। আন্দোলনের বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। আমরা পরে এ বিষয়ে পদক্ষেপ নেব।’

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত ডিসি ভাড়া কমিয়েছিল। এখন আইনগতভাবেই নাকি রুটের ভাড়া ৫৭ টাকা আসে। আমরা বলেছিলাম, সাধারণ মানুষের কথা চিন্তা করে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বাসমালিক, শ্রমিক, যাত্রী সবাই এ জেলার মানুষ। সবার অভিভাবক হিসেবে ডিসি সাহেব একটা সিদ্ধান্ত দিয়েছেন যে—ভাড়া ৫৫ টাকা হবে। এটা আইনগতভাবে ঠিক আছে, কিন্তু মানুষের একটু অসুবিধা হবে, এটাও সত্য।’

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২