বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজয় র্যালি করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংস্থার সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে এ বিজয় র্যালি করা হয়।
এ সময় অর্ধশতাধিক হিজড়া বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। বিজয় র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া হিজড়াদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল জাতীয় পতাকা। এ সময় তাঁরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দেন।
এদিকে হিজড়াদের র্যালি দেখতে অসংখ্য মানুষ রাস্তায় ভিড় করে। এ সময় দর্শনার্থীদের অনেকেই মোবাইল ফোনে তাঁদের ছবি তোলে, অনেকেই আবার তাঁদের ভিডিও ধারণ করে।
এ বিষয়ে সন্ধ্যা নামের এক হিজড়া জানান, ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা এ বিজয় র্যালির আয়োজন করেছি।
রুবিনা নামের আরেক হিজড়া জানান, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।