হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের কালির বাজারে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মাংসপট্টির এলাকার মসলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরেই খবর আসে বাজারে আগুন লেগেছে। ছোট ছোট দোকান ও  মসলার কারণে মুহূর্তেই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো বাজার। আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সোয়া কোটির কাছাকাছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ‘কালির বাজারে কয়েকটি মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে ভেতরে প্রচুর মসলা ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন নেভাতে অসুবিধা হয়েছে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন ধোঁয়ায়। এ ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আনুমানিক ৩০টির বেশি দোকানে আগুন লেগেছে। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আগুন নেভানোর পর তদন্ত করে বলা যাবে। আমাদের মোট ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা