হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আ.লীগ-বিএনপির সমাবেশ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানী ঢাকায় আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে দেশজুড়ে। রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে সকাল থেকেই। তবে এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক দেখা গেছে। আজ সকালে মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে যেসব গাড়ি সড়কে চলাচল করছে, তা স্বল্প সময়েই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছে। এদিকে দুই দলের সমাবেশ ঘিরে সড়কে মানুষের উপস্থিতি কম লক্ষ করা গেছে। 

আল মামুন নামের এক পথচারী বলেন,‘ আজ ভেবেছিলাম অফিসে যেতে কষ্ট হয়ে যাবে। কিন্তু দেখলাম সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের তৎপরতাও লক্ষ করার মতো ছিল না।’

সময় পরিবহনের এক চালক বলেন, ‘গাড়ির চাপ কম থাকায় আজ সুবিধা হয়েছে। কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। কোনো স্ট্যান্ডে বেশিক্ষণ থামানো লাগছে না, গাড়ি ভরে যাচ্ছে।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। কাউকে তাঁদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা