হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকামুখী যানবাহনে কঠোর তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ থেকে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, তারাব বিশ্বরোড, কাঁচপুর, মদনপুর ও পঞ্চবটী মোড়ে এই তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে।

এ সময় ঢাকামুখী বিভিন্ন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে তল্লাশিসহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। অধিক পরিচয় শনাক্তের জন্য কারও কারও মোবাইল ফোনেও তল্লাশি চালায় পুলিশ।

এ ছাড়া সড়কের মদনপুর, সানারপাড় ও এশিয়ান হাইওয়ে সড়কে র‍্যাব ১১-এর অস্থায়ী তল্লাশি কার্যক্রম চালাতে দেখা গেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত তল্লাশি থেকে সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

২৮ অক্টোবর শনিবার রাজধানীতে বিএনপি সমাবেশের ঘোষণা দিলে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ডাক দেয়। দুই সমাবেশকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই চেকপোস্টগুলোতে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সকাল থেকে তল্লাশি কিছুটা ঢিলেঢালা থাকলেও দুপুরের পর থেকে চেকপোস্টগুলোতে কড়া নজরদারি দেখা যায় পুলিশের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে তল্লাশি চালানো হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির জন্য কোনো পক্ষ যেন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার বা নাশকতা করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত