হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মসজিদের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুর থেকে সালমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালমান উপজেলার বরাবো পূর্বপাড়া এলাকার আনোয়ার কন্ট্রাকটরের ছেলে।

নিহতের বাবা আনোয়ার বলেন, গতকাল দুপুরে তাঁর ছেলে গোসল করার উদ্দেশে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর আর বাসায় ফেরেনি। থানায় যোগাযোগ করা হয়েছিল। আজকে পুকুরে লাশ উদ্ধারের পর পুলিশ আমাকে জানায়। আমি এসে দেখি আমার ছেলের লাশ উদ্ধার করেছে। তাকে কেউ মেরে ফেলেছে নাকি পানিতে ডুবে মারা গেছে বুঝতে পারছি না।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, তারাব বিশ্বরোড এলাকার মারকাজ মসজিদসংলগ্ন একটি পুকুরে মৃতদেহটি ভাসছিল। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হলে আমরা পুকুর থেকে লাশটি উদ্ধার করি। পরবর্তী সময়ে ছেলের বাবা খবর পেয়ে এলে আমরা পরিচয় শনাক্ত করতে পারি।

মৃত্যুর কারণ আমরা নিশ্চিত হতে পারিনি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা