হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে তুলার কারখানায় আগুন 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সুতা তৈরির কারখানা ও গোডাউনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনাঘাট শিল্প নগরী এলাকায় ওই সুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, বিকেল ৪টা ২৮ মিনিটে শান ফেব্রিকস ইউনিট-১ ও ২ নামের একটি সুতা তৈরির কারখানায় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ওই কারখানার পাশে মজুত করে রাখা তুলার গোডাউনে আগুন লাগে। 

খবর পেয়ে মুন্সিগঞ্জের গজারিয়ার দুটি, সোনারগাঁয়ের দুটি, ডেমরার দুটি ও ঢাকার হেডকোয়ার্টার থেকে একটিসহ সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। মূলত গুদামে মজুত করে রাখা তুলাতে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

কারখানাটির পাশের বাড়ির মালিক স্থানীয় ঝাউচরের বাসিন্দা নুরুল ইসলাম জানান, কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই কারখানার শ্রমিক ও কর্মকর্তারা পালিয়ে যান। গ্রামবাসীরা ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে জানায় এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট