বাংলার রাজধানী ও ইতিহাস ঐতিহ্য খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবারের ইত্যাদি অনুষ্ঠান ধারণ করা হবে। গতকাল বৃহস্পতিবার ইত্যাদি অনুষ্ঠান ধারণ করার জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে স্থান পরিদর্শন করেছেন ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক ও প্রযোজক হানিফ সংকেত।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে ফাউন্ডেশনের সভা কক্ষে সভা করে ইত্যাদি অনুষ্ঠান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।