হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামের এক শিশুকে অপহরণ ও হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক। 

নিহত শিশু জয়ন্ত চন্দ্র দাস রূপগঞ্জ উপজেলার বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। জয়ন্ত স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার শাহীন (৩৫), বলাইনগর এলাকার আলমগীর (২৭), বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার আশিক চন্দ্র দাস (৩০)। আসামিদের মধ্যে অনিক আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুর রহিম। তিনি বলেন, ২০১৮ সালের ৫ জুন জয়ন্তকে টাকার জন্য অপহরণ করে আসামিরা। দাবি করা ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে জয়ন্তকে একটি টিনের ঘরের ভেতর হাত–পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেছেন আদালত। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। উপস্থিত থাকা এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারি ওয়ারেন্ট পাঠানো হবে।’

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার