হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়েজামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বন্দরে পারিবারিক কলহের জেরে মেয়ে ও মেয়ের জামাইয়ের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন (৬৫)। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে (৪০) আটক করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নাসিরউদ্দিন ওরফে দাদন দুটি বিয়ে করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম স্ত্রীর মেয়ে আনুরি বেগমের বিরোধ চলছিল। এই বিরোধে যুক্ত হন আনুরি বেগমের স্বামী চঞ্চল মিয়া। আজ দুপুরে ঝগড়ার রেশ ধরে চঞ্চল মিয়া তাঁর শ্বশুর নাসিরউদ্দিনকে কিল-ঘুষি ও মারধর করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরেই চঞ্চল মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর বৃদ্ধ নাসিরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় বৃদ্ধের মেয়ের জামাই চঞ্চলকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার