হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়েজামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বন্দরে পারিবারিক কলহের জেরে মেয়ে ও মেয়ের জামাইয়ের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন (৬৫)। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে (৪০) আটক করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নাসিরউদ্দিন ওরফে দাদন দুটি বিয়ে করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম স্ত্রীর মেয়ে আনুরি বেগমের বিরোধ চলছিল। এই বিরোধে যুক্ত হন আনুরি বেগমের স্বামী চঞ্চল মিয়া। আজ দুপুরে ঝগড়ার রেশ ধরে চঞ্চল মিয়া তাঁর শ্বশুর নাসিরউদ্দিনকে কিল-ঘুষি ও মারধর করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরেই চঞ্চল মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর বৃদ্ধ নাসিরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় বৃদ্ধের মেয়ের জামাই চঞ্চলকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত