হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনে যদি কেউ আমার এজেন্টদের গায়ে হাত দেয়। কেউ যদি আমার একটা এজেন্ট বাইর করে, তাহলে একটার বিপরীতে চাইরটা এজেন্ট বাইর কইরা দিমু।’ আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

এর আগে তিনি সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। 
 
তৈমূর বলেন, ‘অনেকে নির্বাচন করতে আইসা কান্নাকাটি করে। তাদের নাকি এজেন্ট বের করে দেয়। হ্যাডম না থাকলে নির্বাচন করেন কেন? কেন্দ্রে এজেন্টদের সুরক্ষা না দিতে পারলে কিসের নেতা? এই নারায়ণগঞ্জ শহরে আমার একটা এজেন্ট বের করার সাহস কারও নাই। আমার একটা এজেন্ট বাইর করলে আমি পাঁচটা বাইর করার সক্ষমতা রাখি। আমার বয়স অনেক হইসে। এখন চিন্তা করে কী হবে? কপালে যা আছে তাই হবে। আমি কাউকে পরোয়া করব না। জনগণ সাড়া দেওয়ায় তাদের ডাকে নির্বাচন করছি।’ 

নিজেকে জনতার মেয়র দাবি করে তৈমূর বলেন, ‘প্রচারণা চালাচ্ছি, মানুষ আমাকে বারবার বলতাছে এবার কিন্তু বইসেন না। এবার পুরো নির্বাচনটা কইরেন। তাদের সবাইকে আমি বলতে চাই, এবার আমি কোনো দলের লোক না। এবার আমি ব্যক্তি তৈমূর নির্বাচন করছি। জনগণ আমাকে মেয়র পদে দাঁড় করিয়েছে।’ 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা