হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর পকেট থেকে গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও দুই পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়। 

আজ বৃহস্পতিবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার। 

কেন্দ্র সচিব ও স্কুলের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত শ্রাবণ মোল্লা (১৮) আড়াইহাজার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন–একই কলেজের সাইদ (১৮) ও তারিকুল ইসলাম তুর্য (১৯)। 

এ বিষয়ে ড. আব্দুল আউয়াল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এইচএসসি ইংরেজি ১ম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের পকেট তল্লাশি করে দুজনের কাছ থেকে নকল ও একজনের কাছ থেকে গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে দুজনকে বহিষ্কার ও মাদক নিয়ে আসা শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ‘এটা আমাদের কাছে বিস্ময়কর যে, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করেছে একজন পরীক্ষার্থী। তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা