হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সেই নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর দিকে অস্ত্র উঁচিয়ে তেড়ে যাওয়া নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। গত ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল তাঁর অস্ত্রের লাইসেন্সটি বাতিল করলেও রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়। 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।

গত বছরের অক্টোবরে নিয়াজুল পুলিশের হেফাজতে থাকা অস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তাঁর আবেদনের পর পুলিশের মতামত জানতে এসপি বরাবর চিঠি দেন তৎকালীন জেলা প্রশাসক। নিয়াজুলকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে পুলিশের প্রতিবেদনে আপত্তি আসে। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কার কথা তুলে ধরে পুলিশ। 

জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের প্রতিবেদনের আলোকে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।’ 

২০১৮ সালে নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো নিয়ে আইভী ও শামীম ওসমান অনুসারীদের সংঘর্ষ হয়। সেসময় আইভীর কাছে অস্ত্র উঁচিয়ে তেড়ে যান নিয়াজুল। জবাবে আইভীর অনুসারীরা তাঁকে মারধর করে ও অস্ত্র ছিনিয়ে নেয়। ঘটনার নয় দিন পর সেই অস্ত্র সাধু পলের গির্জার সামনে থেকে উদ্ধার করে পুলিশ। সেই থেকে অস্ত্রটি সদর মডেল থানায় জব্দ রয়েছে।

আরও পড়ুন—

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত