হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সেই নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর দিকে অস্ত্র উঁচিয়ে তেড়ে যাওয়া নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। গত ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল তাঁর অস্ত্রের লাইসেন্সটি বাতিল করলেও রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়। 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।

গত বছরের অক্টোবরে নিয়াজুল পুলিশের হেফাজতে থাকা অস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তাঁর আবেদনের পর পুলিশের মতামত জানতে এসপি বরাবর চিঠি দেন তৎকালীন জেলা প্রশাসক। নিয়াজুলকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে পুলিশের প্রতিবেদনে আপত্তি আসে। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কার কথা তুলে ধরে পুলিশ। 

জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের প্রতিবেদনের আলোকে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।’ 

২০১৮ সালে নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো নিয়ে আইভী ও শামীম ওসমান অনুসারীদের সংঘর্ষ হয়। সেসময় আইভীর কাছে অস্ত্র উঁচিয়ে তেড়ে যান নিয়াজুল। জবাবে আইভীর অনুসারীরা তাঁকে মারধর করে ও অস্ত্র ছিনিয়ে নেয়। ঘটনার নয় দিন পর সেই অস্ত্র সাধু পলের গির্জার সামনে থেকে উদ্ধার করে পুলিশ। সেই থেকে অস্ত্রটি সদর মডেল থানায় জব্দ রয়েছে।

আরও পড়ুন—

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট