নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুরের হলতা টিকারখালী এলাকার মো. রাজু (৩৫) এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার মো. মামুন (৩৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় নিষিদ্ধ এই মাদক কেনাবেচা করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মাদকের মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।