হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্লোগান দিতে দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসেন শিক্ষার্থীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন দেশের শিক্ষার্থীরা। একের পর এক কর্মসূচির পর আজ বৃহস্পতিবার দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বাধার মুখে পরে সরে যান তাঁরা।

আজ সকালে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন ঘটনা ঘটেছে। 

সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে মহাসড়কে উঠে পড়েন। তাঁরা এক ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন। পরে পুলিশের কর্মকর্তারা তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থী পল্লব বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা কররা জন্য না। ছাত্রলীগের পোলাপান শিমরাইলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। আমরা কাউকে ভয় করি না।’

আরেক শিক্ষার্থী শাওন বলেন, ‘আমাদের ভাইদের রক্ত ঝরেছে। আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’

মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা সড়কে নেমেছিল। আমরা তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা সড়কে রয়েছি।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা